সরওয়ার আলম চৌধুরীঃ চট্টগ্রাম জেলার বাঁশখালীতে পালন করা হল বিশ্ব বন্যপ্রাণী দিবস গতকাল (বুধবার)০৩/০৩/২১”মানুষ ও বন্যপ্রাণী বাঁচাতে বন ও জীবিকা” এ দিবসের প্রধান প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা চত্ত্বরে রেলী নিয়ে প্রদক্ষিণ করে বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও জলদি ব্যাবস্থাপনা কমিটি।
বর্নাঢ্য রেলী প্রদক্ষিণ শেষে বাঁশখালী ইকোপার্ক এ দিন ব্যাপী আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার (চট্টগ্রাম) আবু নাসের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান সহকারী কমিশনার (ভুমি)বাঁশখালী।
বিশেষ অতিথি যথাক্রমে *ডক্টর স-ম-রঞ্জন বডুয়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বাঁশখালী। দীপান্বিত ভট্টাচার্য জীববৈচিত্র ও বন্যপ্রাণী সম্পদ কর্মকর্তা বাঁশখালী। জলদি সি এম সি সভাপতি মোজাম্মেল হক সিকদার।মোহাম্মদ জোবারোল হক কোষাধ্যক্ষ সি এম সি জলদি।ভি সি এফ, সি পি জি সদস্য ও ই আর টি সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ এ সভায় অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আনিসুজ্জামান ভারপ্রাপ্ত কর্মকর্তা বাঁশখালী ইকোপার্ক।
Leave a Reply