বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন জায়গায় কভিট১৯ (করোনা ভাইরাস) বিস্তার রোধ কল্পে দেশে সপ্তাহ ব্যাপী লক ডাউন জারী করা হয়।
বাংলাদেশ সরকার সংক্রমক এই মারাত্তক ভাইরাসের বিস্তার রোধে দেশে ২য় ঢেউ উপচে পরার মত পরিলক্ষিত হয়।
এতে দেশের অন্যান্য উপজেলার মত বাঁশখালীতে ও আজ প্রথম দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট সাইদুজ্জমান চৌধুরী।বীনা প্রয়োজনে ঘোরাফেরা ও মাস্ক পরিধান না করায়(রোগ প্রতিরোধ ও রিস্তার রোধ আইনে)২৩টি মামলা করা হয় এবং নগদ ৩৯০০ টাকা আদায় করা হয়।
এ সময় নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জমান চৌধুরী বলেন আমরা রোগ প্রতিরোধ কল্পে মামলা বা জরিমানার পক্ষে নই সচেনতা ও আইন পালনের পক্ষে ভ্রম্যমান আদালত পরিচালনার মুল উদ্যেশ্য।
Leave a Reply