জসীম উদ্দিন, ভ্রাম্যমান আদালত প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে বাঁশখালীতে ২টি বেসরকারি হাসপাতালকে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা সহ সিলগালা ও ২ টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে অনেকগুলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার।
ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়ে ডা. শফিউর রহমান মজুমদার বলেন, এসব হাসপাতালের বিভিন্ন কাগজপত্র, অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগী দেখার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের সাথে অশোভন আচরণ সহ বিভিন্ন অভিযোগে হাসপাতালটিকে সিলগালাসহ ২ লক্ষ টাকা জরিমানা, জলদী পেশেন্ট কেয়ার হাসপাতাল কে অপরিচ্ছন্নতার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং যথাসময়ে কাগজপত্র দেখাতে না পারায় সীলগালা করা হয়। একইসাথে উপজেলার জলদী ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইম হেলথ সেন্টারে নামের দুইটি বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান (ল্যাব) কে সীলগালা করে দেওয়া হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিয়াদ মোহাম্মদ মারজু, স্যানিটারি ইন্সপেক্টর মো. ছৈয়দ আকবর সহ বাঁশখালী থানা পুলিশের একটি টিম।