বাঁশখালী ছনুয়ায় জোরপূর্বক জমি দখল করার চেষ্টা
মো:জামাল উদ্দিন (বিশেষ প্রতিনিধি) চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় ইউনিয়ন পরিষদের পাশে জোরপূর্বক জমি দখলে নেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।জামাল হোসাইন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বরাবর একটি অভিযোগ দাখিল করি আমার প্রতিপক্ষগণ তাহা জানতে পারাই ক্ষিপ্ত হয়ে মোঃ সরওয়ারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটা দল গত শুক্রবার ২৭ অক্টোবর সকাল ১০ টার সময় আমাকে হত্যা করার উদ্দেশ্যে লাঠি শুটা ও কিরিচ নিয়ে আমার দিকে এগিয়ে আসেন।পরবর্তীতে আমি চিৎকার করে উঠলে আশেপাশে এলাকার মানুষজন এসে ওদের হাত থেকে আমাকে রক্ষা করে। প্রাণনাশের হুমকির কারণে লোকালয়ে চলাফেরা করতে পারছেন না বলে ও জানান জামাল হোসেন স্থানীয়দের সঙ্গে কথা বলে ও অভিযোগ সূত্রে জানা গেছে,
মোসাদ্দেকা বেগম( জামাল হোসাইনের মা) বিগত ০৪/০৮/২০০৪ ইং তারিখ ৪১৫৯ নং সাফ কবলা দলিল মূলে খরিদ করে।
খরিদের পর তপশীলের জায়গায় মোসাদ্দেকা বেগমের ছেলেরা দোকান গৃহ নির্মাণ করিয়া ১৭ বছর শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছে। যাহার তপশীলঃ মৌজা-ছোট ছনুয়া, আর এস খতিয়ান নং-৩৪১, আর এস দাগ নং-৪৩১,বি.এস খতিয়ান নং-১০১৯, বি.এস দাগ নং-১২২৮।
কিন্তু কয়েক বছর যাবত মোসাদ্দেকা বেগমের ছেলেদের সাথে সরওয়ার আলম এর মধ্যে বিরুদ দেখা দিয়েছে এবং তাদেরকে দখলীয় জায়গা থেকে উঠিয়ে দিতে বিভিন্ন সময় হামলাও করেছে।
জামাল হোসেনের ভাই আমির হোসাইন জানান, আমরা বৈধভাবেই জমির মালিক। কিন্তু প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি দিন দুপুরে রাস্তায় চলাফেরা করতে পারছিনা।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই।