জামাল উদ্দিন জাহেদ – বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম বাঁশখালীর শেখরখীলে দেশীয় তৈরি (অস্ত্র) দা,কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে জায়গা জবরদখল করতে গিয়ে দুই আসামী পুলিশে আটকের খবর পাওয়া গেছে।
আটককৃতরা হলোঃ শেখেরখীল ইউপির ৫ নং ওয়ার্ডের বাদশাহর মিয়ার ছেলে শাহাব উদ্দিন এবং ১ নং ওয়ার্ডের মৃত্যু আবুল কালামের পুত্র অর্থাৎ ১ নং আসামী শাহাবুদ্দিন এর মেয়ের জামাই আজিজুল হক
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে আটককৃত আসামি শাহাব উদ্দিনের এর নেতৃত্বের আসামী আজিজুল হক, আব্দুস ছবুর,শাহাবুদ্দিনের স্ত্রী শারমিন আক্তারসহ আরো ৮/১০ জন সশস্ত্র লোক দেশীয় তৈরি দ্যা,কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে মোঃ ইলিয়াস নামের এক প্রবাসীর বসত ভিটার জায়গা জবরদখল করতে গিয়ে বসত ভিটার ঘেরাবেড়া ভাংচুর করে, এসময় বাদী পক্ষের লোকজন আসামীদের অন্যায়কাজে বাঁধা দিলে উল্লেখিত আসামীরা বাদী পক্ষের লোকজনের উপর হামলা চালায়।এতে মনছুর আলমের স্ত্রী ফাতেমা জান্নাত, জাহাঙ্গীর আলমের স্ত্রী রহিমা বেগম এবং বাদশাহ মিয়ার স্ত্রী রওশন আরা বেগমসহ বেশ কয়েকজন আহত হয়।
এসময় বাদী পক্ষে সরকারি ৯৯৯-এ কল দিয়ে প্রশাসনকে অবহিত করিলে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনাস্থল থেকে ২ জন আসামীকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে আসামীদের বিরুদ্ধে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রুজিনা বেগম বাদী হয়ে বাঁশখালী থানায় একটি এজাহার দায়ের করেছে।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল জানান, এবিষয়ে তাদের মধ্যে মিমাংসা করার জন্যে অনেক বার সালিশ বৈঠক হয়েছে,থানাও বৈঠক হয়েছে,কিন্তু আসামী শাহাবুদ্দিনের লোকজন সালিসি বিচারের তোয়াক্কা করেনা, একাধিক বার সালিসি বৈঠক হলেও আসামীরা গায়ের জোরে প্রবাসী ইলিয়াসের বসত ভিটা সংলগ্ন জায়গা জবরদখল করতে গিয়ে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের উপর হামলা করেছে,এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক,জনপ্রতিনিধি হিসেবে আমি এই ঘটনা নিন্দা জানাই।
এব্যাপারে বাঁশখালী থানা পুলিশ এসআই তোফাজ্জল হোসেন বলেন,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহাবুদ্দিন এবং তার মেয়ের জামাই আজিজুল হকসহ ২ আসামীকে আটক করতে সক্ষম হই।ধৃত আসামীদ্বয়ের কাছ থেকে কিরিচ এবং হেমার(মাত্তুল) উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে থানায় একটি মামলা হয় মামলা নং ১৭/৩৯৮