গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
বাংলাদেশের কাংখিত পুলিশ নিয়োগে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চুরান্ত ফলাফল ঘোষনা করেছে গাইবান্ধা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত আড়াইটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামের এর সভাপতিত্বে গঠিত পাঁচ সদস্যের নিয়োগ বোর্ড গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর চুড়ান্তভাবে উত্তীর্ণ ৬জন নারীসহ ৬৬ জনের নাম ঘোষনা করেন ।
এই পদে ১২০ টাকায় প্রাথমিকভাবে ২৩০০ জন চাকরির প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে শারীরিক ও লিখিত পরিক্ষায় ৬৯২জন উত্তীর্ণ হয়ে মৌখিক পরিক্ষায়২০৩ অংশগ্রহণ করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য পুলিশ হেড কোয়টারের পুলিশ সুপার আব্দুল হান্নান, সহকারী পুলিস সুপার সাজিদ, জেলা বিশেষ শাখা রংপুর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও দিনাজপুর বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ ওহাদুল নবীসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।