মোঃ ফয়জুল্লাহ স্বাধীন :দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান মোঃজোবায়ের হোসেন (শিশির) বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
গত ১৬ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং কৃষি ও সমবায় উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
জোবায়ের হোসেন(শিশির) বলেন -আমি ২০০১ সালে বিএনপি কর্তৃক নির্যাতিত,নিপীড়িত হয়েছি ও ১/১১ এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা মুক্তির আন্দোলনে ঢাকার রাজপথে ছিলাম।
উপকমিটিতে তাকে সদস্য করায় কেন্দ্রীয় নেতা ও নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
এদিকে কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিবর্গ স্ট্যাটাস দিয়ে অভিনন্দন জানাচ্ছেন সাবেক এই ছাত্র নেতাকে।