শামীম হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সে পরিপ্রেক্ষিতে “১৭ – আনসার ব্যাটালিয়ন” ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা য় গত ০৬-০৭-২০২২ –খ্রিঃ সকাল ০৯ ঘটিকায় ১৭- আনসার ব্যাটালিয়ন এর পরিচালক জাহানারা আক্তার, সার্কেল অ্যাডজুটান্ট ও কোম্পানী
কমাণ্ডার জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যগণসহ সর্বমোট ৬০ জন বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণের মাধ্যমে ফলজ, বনজ ও ভেষজ মোট ০৩ ধরনের ১০০ টি চারা গাছ ব্যাটালিয়ন প্রাঙ্গনে রোপন করা হয়।