এম.এস.শিবলী ঢাকা বিভাগিয় ব্যুরো প্রধান: ২৫/০৯/২০২৪ ইং মাও: মহিউদ্দিন খান, মাও: শাহজাহান শিবলী এবং মুফতী সাইদুর রহমান সাহেবদের নেতৃত্বে সোনারগাঁয়ের বহু ওলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিশ সোনারগাঁ শাখায় যোগদান করেছেন। এতে কেন্দ্রিয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক মাও: আতউল্লাহ আমিন নারায়ণঞ্জ জেলা শাখার সভাপতি মাও: হোসোইন আহমেদ সাধারণ সম্পাদক মাও: এমদাদ হোসেন সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাফেজ আঃ আউয়াল সাধারন সম্পাদক মাও: আবু বকর সহ বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।