রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে পুঁজি করে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি। তিনি বলেন, সাধারণ মানুষকে ধর্মের দোহাই দিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে।
রবিবার বিকালে শহরের পুরাতন টিএন্ডটি অফিস প্রাঙ্গণে বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াত ধর্মের অপব্যাখা দিয়ে সাধারণ মানুষকে বেহেস্তে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়। যা পুরোটাই ভন্ডামী। বেহেস্তে যাওয়ার বিষয়টি নির্ভর করে একমাত্র আল্লাহর উপর। তিনিই ভাল জানেন, কে বেহেস্তে যাবে কে দোজখে যাবে।
বিকশিত পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রুহুল আমিন খন্দকার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ অন্যরা।
এ সময় বক্তারা গবাদি প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলেন এবং সচেতনতামুলক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা