ডিপ্লোমা কৃষিবিদ দিবস ২০২২ উপলক্ষ্যে আ.কা.মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম কৃষি খামার সড়ক ফার্মগেটে সরিষা ও বোর আবাদ কৃষি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯ টায় ডিপ্লোমা কৃষিবিদ দিবস উত্যাপন অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডিপ্লোমা কৃষিবিদ বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের আহ্বায়ক সেলিম হোসেন ভূইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্য সচিব মিন্টু খান, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কৃষিবিদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক বেনজির আলম, বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ডিপ্লোমা কৃষিবিদ বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বছরব্যাপী ফল উত্পাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সেচ বিষয়ক সম্পাদক আলহাজ রাশেদ খান। আরো উপস্থিত ছিলেন, বিসিএস কৃষি, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কৃষি সচিব বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা হলেন কৃষির প্রাণ তারা বাংলাদেশের প্রতিটি ব্লকে কৃষকের/কৃষানীর পরামর্শ দিয়ে থাকেন। যখন আমরা মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের সঙ্গে বাংলাদেশের প্রাত্যন্ত অঞ্চলে কৃষকের সঙ্গে কথা বলেন তখন একজন কৃষক বলেন, আপনাদের উপ-সহকরী কৃষি কর্মকর্তা পরামর্শে আমি আগের চেয়ে বেশি ফলন পেয়ে থাকি। তখন আমরা গর্ববোধ করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, আগামী বছরে খাদ্য সংকট হতে পারে। তাই বাংলাদেশের একটু আবাদী জমিও যেন অনাবাদি না থাকে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিসিএস কৃষি কর্মকর্তাদের ১ম শ্রেণীতে উন্নিত ও ডিপ্লোমা কৃষিবিদদের ২য় শ্রেণীতে উন্নিত করেন। সারা পৃথিবীতে ধান উত্পাদনে আমরা ৩য় এর আগে ৩য় অবস্থানে ছিল ইন্দোনেশিয়া। আমাদের আমদানী নির্ভরতা কমাতে হবে উত্পাদন বাড়াতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের ১০ম গেডে ২য় শ্রেণী উন্নিত করা হয়েছে, যদিও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। কৃষি মন্ত্রণালয়ে কার্যক্রম চলমান অতিদ্রুত বাস্তবায়ন হবে, উপসহকরী কৃষি কর্মকর্তাদের বেতন বৈষম্য কার্যক্রম চলছে ইতি মধ্যে কৃষি সম্প্রসারণ মহা-পরিচালকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ধারনা করেছিলাম এ বছর আমন ধানের লক্ষ্য মাত্রা অর্জন হবে না কিন্তু উত্পাদনের কৌশল ও সেচ ব্যবস্থার মাধ্যমে আমন ধানের লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। আমি বলবো উপ-সহকারী কৃষি কর্মকর্তারা হলেন সম্মুখসারির যোদ্ধা। আপনারা ভালো থাকলে কৃষি ভালো থাকবে। কৃষকের সঙ্গে থাকুন কৃষকের পাশে থাকুন। তিনি আরো বলেন বিসিএস কৃষি কর্মকর্তারা পিএসডি ডিগ্রী অর্জন করেন যদি উপসহকারী কর্মকর্তারা সেই জ্ঞান না থাকে তাহলে কৃষক উপকৃত হবে না। তাই উপসহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকার এই ব্যাপারে আগামীতে বেশি অর্থ বরাদ্দ রাখবে।