মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন শ্রীমঙ্গল আগমনে ফুলেল শুভেচছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ইং, বিকেল সাড়ে ৫ টার সময় বাংলাদেশ প্রেসক্লাব (বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন গভঃ রেজিষ্ট্রেশন নং – ৯৮৭৩৬/১২) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খাঁন শ্রীমঙ্গল আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ প্রেসক্লাবের শ্রীমঙ্গল উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, এসময় শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক চায়ের রাজধানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ মিজানুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রোমান আহমেদ, সাংবাদিকদ শেখ জসিম, সাংবাদিক রমানা আক্তার, সাংবাদিক সোলেমান আহমেদ মানিক প্রমুখ।