ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার : প্রবাহমান তীব্র তাপদাহের কারণে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে তৃষ্ণা নিবারণ উপকরণ “বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন”বিতরণ করেছে তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত সংগঠন বাংলাদেশ সমাজ সেবা ফাউন্ডেশন।
এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা রাজধানীর মোহাম্মদপুরের বেশ কিছু ব্যস্ত এলাকাগুলোতে দেড় হাজার তৃষ্ণা নিবারণ উপকরণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজীব হাসান, পরিচালক ইঞ্জিনিয়ার মারুফ হোসেন, এডমিন মিজানুর রহমান, মডারেটর ফারজানা ইসলাম মনু, স্বেচ্ছাসেবী লিমন ভূইয়া,মোঃ সুজন, মোঃ শামীম, মোঃ রিয়াজ, মোঃ রায়হান ও আব্দুর রহমান সহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ
উল্লেখ্য, তীব্র তাপদাহে হিটস্ট্রোক থেকে রক্ষার জন্য পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য সমাজের বিত্তশালী ব্যাক্তিবর্গ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান বাংলাদেশ সমাজসেবা ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।