
লালমোহন প্রতিনিধি
নদীমাতৃক ভোলার গণমাধ্যম কর্মীদের প্রাণের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় দৈনিক মাতৃজগত ও বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মাতৃজগত টিভির চেয়ারম্যান, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও নাট্যশিল্পী খান সেলিম রহমানকে নিয়ে এক প্রীতি আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
একই আয়োজনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ভোলা জেলা কমিটির অনুমোদনও প্রদান করা হয়।
গত রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় লালমোহন পৌরশহরের ওয়েস্টার্ন পাড়ায় লালমোহন মিডিয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, নবনিযুক্ত ভোলা জেলা কমিটির সভাপতি এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এবং অসহায়-নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের বন্ধু জনাব সেলিম রহমান।
এসময় তিনি সর্বসম্মতিক্রমে গঠিত ৩১ সদস্য বিশিষ্ট ভোলা জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেন।
অনুমোদন প্রদানকালে তিনি বলেন, ভোলার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে আসছেন। দেশের সাংবাদিকতা অঙ্গনে ভোলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির মধ্য দিয়ে ভোলার গণমাধ্যম আরও সংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ হবে। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সত্য, ন্যায়বিচার ও মানুষের অধিকারের পক্ষে সংগ্রামের নাম। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সাধারণ সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করবে এবং ভবিষ্যতেও এই দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে।
এ সময় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার ও সময়ের জনপ্রিয় মানবাধিকার কর্মী, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন।
স্বাগত বক্তব্য রাখেন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সারাদেশের কণ্ঠের বার্তা সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম রণি। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব–ভোলা জেলা কমিটির কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ সংলাপের বার্তা সম্পাদক মোঃ মাঈনুদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের আউটপুট এডিটর মোঃ কামরুল হাসান; লালমোহন প্রেসক্লাবের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সহ-সভাপতি এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোঃ মাহবুব আলম।
এ ছাড়া বক্তব্য রাখেন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমোহন মিডিয়া ক্লাবের সহ-সভাপতি মোঃ মিজান পাটোয়ারী, লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ মাকসুদ উল্যাহ, মাই টিভির সাবেক ভোলা জেলা প্রতিনিধি সিরাজ মাসুদ, সাংবাদিক আব্দুর রহমান নোমান, কবি মাওলানা মোঃ নেছার উদ্দিন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার জসিম মাতাব্বর, লালমোহন মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ এমরান হাসান আলীম এবং নির্বাহী সদস্য আকতার হোসেন শাকিল।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন বাহারুল ইসলাম বাবলু, কবি রিপন শান, শাহাবুদ্দিন মিয়া, সিরাজ মাসুদ ও প্রভাষক তুহিন বালা।
গণমাধ্যম কর্মীদের সর্বসম্মতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব–ভোলা জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: কবি রিপন শান
সাধারণ সম্পাদক: মীর মোশারেফ অমি
সাংগঠনিক সম্পাদক: প্রভাষক তরিকুল ইসলাম রণি
কোষাধ্যক্ষ: মোঃ মাঈনুদ্দিন।
দপ্তর সম্পাদক: আকতার হোসেন শাকিল।
তথ্য ও গবেষণা সম্পাদক: প্রভাষক মুহাম্মদ নুরুল্লাহ আরিফ এবং প্রভাষক সিরাজ মাহমুদ।
শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক: তামীম সাদী মান্নান।
মুক্তিযুদ্ধ ও মানবাধিকার সম্পাদক: ইস্রাফিল নাঈম।
সমাজকল্যাণ ও গণসংযোগ সম্পাদক: এস এম মামুন হোসাইন।
নির্বাহী সদস্য
কবি মহিউদ্দিন মহিন, কবি নীহার মোশারফ, কবি গাজী তাহের লিটন, হেলাল উদ্দিন নয়ন, কবি এম এ মান্নান, বিজয় বাইন, সাইফুল ইসলাম আকাশ, আশরাফুল আলম সজীব, শাহ শাহরিয়ার ঝিলন, হাসিব ইশতিয়াক আহমেদ, ইকবাল হোসেন নয়ন, মিজান পাটোয়ারী, মাসুম বিল্লাহ জুয়েল, আরিফ পন্ডিত ও শহিদুল ইসলাম তন্ময়।