অরবিন্দু দাস পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাউফল উপজেলা আওয়ামী লীগ।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান ,বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান , শামসুল আলম মিয়া , পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ প্রমূখ।শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন
বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না।
তারা জনসমর্থন হারিয়ে নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ বলেন,বাংলাদেশের শান্তিকামী, গণতন্ত্রমনা, দেশপ্রেমিক নাগরিক বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে, ইনশাআল্লাহ।
উক্ত শান্তি সমাবেশে বাউফলের ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজার হাজার নেতা কর্মী সরকারের জয়যাত্রার স্লোগান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।