অরনিন্দু দাস জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে বখাটে আল-আমীন ঢালী কর্তৃক এক গৃহবধূকে কুপ্রস্তাব। পরে স্বামীকে জানালে স্বামী সেই বিষয় জানতে জিজ্ঞাসা করতে গেলে তাকে বেধড়ক মারধর সহ ভাসুর, দেবর ও ননদ সহ গৃহবধূর ওপর বর্বরোচিত পৈশাচিক হামলা চালিয়ে গুরুত্বর নীলা ফুলা জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ গুরুত্বর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ই সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময় উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সূর্যমনি গ্রামে। হামলাকারী বখাটে আল-আমীন ঢালী, ওই গ্রামের বাসিন্দা মোঃ আলম ঢালীর ছেলে।
সরেজমিনে আহত ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ লাবনী আক্তার বলেন, আমি ৫ মাসের অন্তঃসত্ত্বা একজন নারী। বেশ কয়েকদিন ধরে আমাদের এলাকার আলম ঢালীর ছেলে বখাটে আল-আমীন ঢালী বিভিন্ন ভাবে উত্ত্যক্ত সহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছে। এবং আমার ঘর খালী পেলেই এসে আমাকে বিভিন্ন ভাবে নষ্ট করার চেষ্টা করে। সেই কথা আমার স্বামীকে জানালে সে আল-আমীন কে গিয়ে রাস্তার ওপর জিজ্ঞাসা করে। কোনও প্রতিউত্তর না করে আমার স্বামী কে বেধড়ক মারধর করে। আমি সহ আমার ভাসুর, দেবর ও ননদ বাধা বিপত্তি করতে গেলে আল-আমীন সহ তার বাবা আলম ঢালী দেশীয় অস্ত্র হাতে সহ লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে আমাদের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে এবং হাসপাতাল নিয়ে আসে। আমি সহ আমার স্বামী ও ভাসুর, দেবর, ননদ খুব অসুস্থ। আমাদের বরিশাল পাঠানো হচ্ছে। আমি আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এদিকে স্বামী, ভাসুর, দেবর ও ননদ জানান, আল-আমীন ঢালী এলাকায় বেপরোয়া সন্ত্রাসী প্রকৃতি লোক এবং বখাটে। তার পরিবারের লোকজন সন্ত্রাসী প্রকৃতির ও দাঙ্গাবাজ। আমাদের ভাই কে মারধর করছে তা ধরতে গেলে আমার ভাবি ৫ মাসের অন্তঃসত্ত্বা একজন নারী তাকে সহ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। ওই মুহুর্তে আমরা ডাকচিৎকার না দিলে এবং স্থানীয়রা এসে আমাদের উদ্ধার না করলে আমাদের মেরে ফেলতো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
স্থানীয়রা জানান, আপনারা এখন তদন্ত করুন। কারা দোষি আর নির্দোষী তার ওপর ভিত্তি করে বিচার করুন। আমাদের কিছু বলার নেই।
অভিযোগের ভিত্তিতে জানতে আল-আমীন ঢালীর মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করে বলেন, যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। ঘটনা ঘটেছে একটা জমির দলিল নিয়ে। ওই গৃহবধূর স্বামী সোহেল প্রথমে এসে আমার ঘরে ঢুকে আমার মা ও বাবাকে বেধড়ক মারধর করে। তাতে বাধা বিপত্তি করলে আমাকেও মারধর করে। এখন আমার মাকে নিয়ে বরিশাল হাসপাতালে যাচ্ছি। তারা ব্যাপক মারধর করেছে আমার মাকে। আমার মা খুব অসুস্থ।
স্থানীয়রা চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, মারামারির ঘটনার কথা শুনেছি। তবে আমি এই মুহূর্তে ঢাকা আছি। বিভিন্ন কথা শোনা যায়, তবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা বলতে পারছিনা।
বাউফল থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সেখানে গিয়ে জানতে পেরেছি একটি জমির দলিল নিয়ে ঘটনা ঘটেছে।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, এব্যাপারে এখনো আমার কিছু জানা নেই।