মোঃ মাজহারুল হক বাউফল উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে শ্বশুরবাড়ি থেকে বাবু তালুকদার (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ ও খালে মাছ ধরতে গিয়ে নিখোজ হওয়ার ১দিন পর নয়ন খাঁন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর ) সকাল ৮ টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের কচুয়া এলাকার কবির হাওলাদারের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মৃত বাবু তালুকদার একই ইউনিয়নের কচুয়া গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে।
এদিকে একইদিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বীপাশা খাল থেকে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের তৎপরতায় সকাল সাড়ে ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।