স্টাফ রিপোর্টারঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজার থেকে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৮ টায় বরিশাল র্যাব ৮ এর অভিযানে মাদক সম্রাট শৈশব (২৬) কে গ্রেফতার করা হয়।
জানা যায়, কবাই ইউনিয়নের মৃত্যু আবুল হোসেন মিয়ার পুত্র কুদ্দুস মিয়া (৫৭) ও তার পুত্র মেহেদি হাসান শৈশব দির্ঘদিন ইয়াবা ও জাল টাকার ব্যাবসা করে আসছে। গতকাল রাত ৮ টায় গোপন সংবাদের ভিক্তিতে পেয়ারপুর বাজার সংলগ্ন কুদ্দুস মিয়ার বাস ভবনে অভিযান চালায় বরিশাল র্যাব ৮ এর একটি টিম।
৮ সেস্টেম্বর র্যাব ৮ এর ডিএডি/পুলিশ পরিদর্শক সিপিএসসি সুমন বিশ্বাস বাকেরগঞ্জ থানায় বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পেয়ারপুর বাজারে কুদ্দুস মিয়ার বাস ভবনের দোতলায় মাদক ক্রয় বিক্রয় ও জাল টাকা বিক্রির খবর পেয়ে র্যাব ৮ এর একটি টিম রাত ৮ টায় ঐ ভবনের দোতলায় পৌছালে পিছনের দরজা দিয়ে কুদ্দুস মিয়া পালিয়ে যায়। অভিযানের সময় কুদ্দুস মিয়ার পুত্র মেহেদি হাসান শৈশবকে ঐ রুম থেকে ৭৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮১ হাজার জাল টাকার নোট ও একটি ম্যাগজিন ও বিদেশি একটি পিস্তল সহ গ্রেফতার করা হয়। বাকেরগঞ্জ থানায় মাদক মামলা নং -৬/২২। জাল টাকা উদ্ধার মামলা নং – ৭ ও বিদেশি অস্ত্রসহ গ্রেফতারের মামলা নং- ৮। উক্ত তিনটি মামলায় কুদ্দুস মিয়া ও তার পুত্র শৈশব সহ ঢাকা সবুজবাগ থানার ভাইকদিয়া ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার ও মোঃ মবিন কে আসামি করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্যরঞ্জন খাসকেল জানান, গ্রেফতারকৃত শৈশবকে ৮ সেপ্টেম্বর বিকেল ৩ টায় আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানে হয়েছে। কুদ্দুস মিয়া সহ দেলোয়ার ও মোঃ মবিন পালাতক রয়েছে।