বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

বাগেরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩১৩ বার পঠিত

” স্মার্টফোনে আসক্তি,পড়াশোনার ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে দুই দিনের বিজ্ঞান মেলা শুরু হয়েছে।৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ১২ জানুয়ারী বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন এর উদ্বোধন করেন।

এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই দিনের এ বিজ্ঞান মেলায় বাগেরহাট সরকারি পিসি কলেজ,বাগেরহাট কামিল মাদরাসা সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।এ মেলা আগামী বৃহস্পতিবার(১৩ জানুয়ারি)বিকেলে শেষ হওয়ার কথা রয়েছে।

ইউএনও মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করা ও করোনাকালীন হতাশা কাটিয়ে ওঠার জন্য মুখ্য ভূমিকা পালন করবে বিজ্ঞান মেলা।দুই দিনের মেলাটি শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে।এছাড়া মেলায় অংশ নেওয়াদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই ক্যাটাগরির ছয়টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991