বাগেরহাটের ফকিরহাটের দুর্ঘটনাপ্রবণ এলাকা পালেরহাট এলাকায় আবারও মারাত্বক সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকাল ১০ টার দিকে ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্হলেই ২ জন নিহত হয়েছেন।দুইজনের অবস্হা আশংকাজনক এছাড়াও বিশজনের অধিক যাত্রী কমবেশী আহত হয়েছেন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ঘটনাস্হলে উপস্হিত হয়ে এসব তথ্য জানিয়েছেন। জানাগেছে সকাল ১০ টার দিকে ঢাকা থেকে খুলনাগামী ক্ল্যাসিক মেঘনা পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৮৩২৬ নম্বরের একটি বাস দ্রুতগতিতে পালেরহাট অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছে ধাক্কা খেলে ঘটনাস্হলেই অজ্ঞাতনামা একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়। গুরুতর আহত দুইজন সহ ২০ জনের মতো আহত যাত্রীদের বিভিন্ন স্হানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সংবাদ পেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ঘটনাস্হলে পৌঁছে নিহতদের ময়নাতদন্তের রিপোর্ট তৈরির জন্য মর্গে প্রেরনের এবং আহতদের উদ্ধার ও চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাজ করছেন।দুর্ঘটনাকবলিত বাসটির চালক পালিয়ে গেছে।