ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন গরু ব্যাবসায়ী নিহত সহ দুইজন গুরুতর আহত হয়েছে,এই দুর্ঘটনায় মারা গেছে ৫ টি গরু। প্রত্যক্ষদর্শীরা জানান আজ ভোরে ফকিরহাটের বেতাগা সাপ্তাহিক গরুরহাটে চিতলমারী থেকে কয়েকজন গরু ব্যাবসায়ী গরুভর্তি একটি নসিমন নিয়ে যাওয়ার সময় ফকিরহাটের ব্রাকের মোড়ে আসলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।এতে ঘটনাস্হলেই চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের মৃত নিজামউদ্দিনের ছেলে ফজরআলী ( ২৭) নিহত হয়। এ ঘটনায় আহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। মোল্লাহাট হাইওয়ে পুলিশ পরিদর্শক মোঃ আবুল হাসান জানান, ভোর ৫ টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় ১ জন নিহত,২ জন গুরুতর আহতের পাশাপাশি এই গরুভর্তি নসিমনে থাকা ৬ টি গরুর ৫ টিই ঘটনাস্হলে নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্ততি চলছে। উল্ল্যেখ্য হাইওয়েতে নসিমন,করিমন,থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিদিন শত শত নসিমন করিমনে গরু ভর্তি করে পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুরন্ত গতিতে ছুটে চলে। এদের না আছে কোনো লাইসেন্স,চালকের নেই কোনো প্রশিক্ষন,যানগুলির নেই নিয়ন্ত্রন ক্ষমতা। অথচ ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে এরা আতংক ছড়িয়ে,উচ্চমাত্রার শব্দ দূষণ করে সড়ক মহাসড়ক দাপিয়ে
বেড়ায়। অবিলম্বে এই সব যানবাহন নিষিদ্ধ করলে হয়তো সড়ক দুর্ঘটনার পাশাপাশি মারাত্বক শব্দ দূষণ অনেকাংশে কমবে বলে আশা বিশেষজ্ঞদের।