সুরাইয়া আক্তার সেলিনা স্টাফ রিপোর্টার: বাগেরহাটের শরনখোলা সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। গতকাল সোমবার রাতে সুন্দরবন–পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর টাইগার পয়েন্ট এলাকার একটি খাল থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।
বাঘটিকে পরে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে নেওয়া হয়। মৃত্যুর কারণ জানতে আজ মঙ্গলবার সেখানে বাঘটির ময়নাতদন্ত হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, বাঘটি পুরুষ। এর দৈর্ঘ্য ৯ ফুট, ওজন ২৫৫ কেজি এবং বয়স আনুমানিক ১৫ বছর। বাঘের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।