নিজস্ব প্রিতিনিধিঃ
রাজশাহী জেলার বাঘ মাড়া খানায় উপকণ্ঠ তেঘরিয়া গ্রামের মেয়ে মোছাঃ আখি আক্তার অন্তরা মোছাঃ আখি আক্তার অন্তরা পিতা আব্দুল সোবাহান মাতা মোছাঃ সোলিনা বেগম সাং তেঘরিয়া পোঃ মচইমল থানাঃ বাগ মাড়া।
স্বজনদের কথায় জানাযায় শুশুর বাড়ী একটি গরু ক্রয় করে দিতে চান মোছাঃ আখি আক্তার অন্তরা স্বামী মোঃ মিষ্টার ৫০,০০০/- (পঞ্চ হাজার) টাকা নিয়ে বেড় হলে রাস্তা বেড়িকেট দেন একই এলাকার সন্ত্রাসী কাদায় কতি পায় কিছু ছিনতাই কারি ১.মোঃ বেলাল পিতা সাইদ ২.মোঃ রহমান পিতা দুলাল ৩.মো দুলাল পিতা সাইদ ৪.মোঃ কুরবান পিতা আমজাদ
মোছাঃ কোহিনুর স্বামী সাইদ উভয়ের ঠিকানা সাং তেঘরিয়া পোঃ মচইমল থানাঃ বাঘামারা জেলা রাজশাহী। ইতি পূর্বে বেলাল মিনিস্টার কে বিভিন্ন ভাবে টাকা পয়সা চেয়ে আসতেন।
মোঃ মিনিস্টার দেশের বাড়ি শীবর্দী শেরপুর জিবিকার কারণে ঢাকা সাভার গার্মেন্সস্ চাকরি করেন তিনি পরিবার নিয়েন গত উদুল আজহার ঈদ করতে আসেন স্ত্রীর বাড়ি বাগমাড়া থানা অন্তর্ভুক্ত
তেঘরিয়া গ্রামে ১১ জুলাই ২২ ইং ৫০,০০০/- (পঞ্চ হাজার) টাকা নগদ নিয়ে গরু ক্রয়ের উদ্দেশ্যে রওয়ানা দিলে মিনিস্টার কে বেধরক মারপিট করে দেশীয় অস্ত্র দিয়ে জগম খত করে টাকা ছিনতাই করে দেন এই অভিযোগের ভিত্তিতে এলার জনগন শোরগোল করলে ছিনতাই কারী বেলাল বলেন তোর জামাই মামলা মোকদমা করলে তাহলে এখানে থাকতে পারবিনা মিনিস্টারের শশুরকে হুমকি দেন।