স্টাফ রিপোর্টারঃময়মনসিংহ নান্দাইল চৌরাস্তা (বারুইগ্রাম বাজার) এলাকায় ব্যবসায়ীদের চলাচলের গুরুত্বপূর্ণ একটি গলি বন্ধ করে দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাজারের ৬টি দোকানের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মাহাবুব আলম বাচ্চু জানান, তিনি ১৯৯০-৯৭ সালের দিকে নান্দাইল চৌরাস্তা বাজারে ৬টি দোকান নির্মাণ করেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দোকানগুলোর উত্তর পাশে একটি বাজার গলি ছিল, যা স্থানীয় ব্যবসায়ী ও বাজারের লোকজন চলাচলের জন্য ব্যবহৃত হতো। কিন্তু গত ২৪ জানুয়ারি ২০২৫ দিবাগত রাতে তার প্রতিবেশী হাসান মার্কেটের মালিক মোঃ হাছেন আলী গলিটি বন্ধ করে সেখানে পাকা দেওয়াল নির্মাণ করেন।
দেওয়াল নির্মাণের ফলে ব্যবসায়ীদের প্রবেশের কোনো বিকল্প পথ নেই, ফলে তাদের ব্যবসা কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি জানান, “গলিটি পূর্ব ও পশ্চিমমুখী ছিল, যা বাজারের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। দেওয়াল নির্মাণ করায় আমার দোকানে প্রবেশের কোনো পথ নেই, এতে আমার ব্যবসা চরম ক্ষতির মুখে পড়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের গলি দখল করে দেওয়াল নির্মাণ করায় বাজারের অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সহকারী কমিশনার (ভূমি), নান্দাইল মডেল থানা, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বাজারের পুরাতন গলি পুনরায় চালু করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত হাসান মার্কেটের মালিক মোঃ হাছেন আলী’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।