স্টাফ রিপোর্টারঃ ঢাকা বাংলাদেশ।
পৃথিবীতে এমন একটি সম্পর্ক রয়েছে যেটি দুই চরিত্রের ভূমিকা পালন করে। আর তা হলো ছোট ভাই। ভাই মূলত সম্পর্কটি রক্তের না হলেও বিভিন্ন সময়ে অসময়ে ছোট ভাই এর ভূমিকা পালন করে। বিপদাপদে পাশে থাকে। ভাই সম্পর্কটি স্রষ্টার একটি নিয়ামত ও রহমত । সেই বুঝে যার ভাই নেই, আর সেই খোঁজে যে ভাই হারায়। সুতরাং, স্রষ্টার অশেষ দয়ার এই সম্পর্কটি মানবিক জীবনে বড় রকমের ভূমিকা পালন করে। ভাইয়ের মধ্যে ছোট হয়ে থাকে সবার স্নেহের ও আদরের।তাই সে সবার আদর ভালোবাসা পায় বেশি। আর জন্মদিন হলে তো কথাই নেই। আজ সেই ছোট ভাই তানজিল হোসেন এর শুভ জন্মদিন উপলক্ষে আমাদের সকলের প্রিয় বাড্ডা থানা যুবলীগ এর বিপ্লবী আহ্বায়ক কায়সার মাহমুদ ভাইয়া’র পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভ কামনা। তিনি এক বিবৃতিতে বলেন প্রিয় তানজিল ভাইয়া তোর জন্মদিনে, আমি কামনা করি যে সর্বশক্তিমান তোকে তোর জীবনের প্রতিটি পদে সৌভাগ্য, সুখ, ভালবাসা, সুস্বাস্থ্য এবং সাফল্যের সাথে আশীর্বাদ করুন। তুমি সত্যিই এটার প্রাপ্য। জন্মদিনের শুভেচ্ছা নিও তানজিল ভাইয়া ।শুভ জন্মদিন প্রিয় ছোট ভাই আমার। তোমার জন্য রইলো আমাদের সকলের শুভকামনা।