বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দরবান জেলার লামা রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী ২নং ওয়ার্ডের নয়া পাড়ার বাসিন্দা মৃত নূরুল আমিনের ছেলে মজিবুল বশর(১৫)নিখোঁজ হয়েছে।
নিখোঁজ মজিবুল বশর এর বড় ভাই খাইরুল বশর জানান,চট্টগ্রাম জেলার পাটিয়া থানাধীন বিনানিহারা তাজবীরদুল কোরআন হাফেজীয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়া করে নিখোঁজ মজিবুল সপ্তাহ খানেক আগে ছুটিতে সে লামায় নিজের বাড়িতে বেড়াতে আসে।
গত(১৭ ফেব্রুয়ারি ২০২১ ইং)তারিখে সে তার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য সকাল অনুমানি ৯:০০ ঘটিকার সময় বাড়ি থেকে বাহির হয়।মা তাকে লামা বাস টার্মিনালে গিয়ে বাসে উঠাইয়া দেন।একই দিন বিকাল অনুমানি ৩:৩০ ঘটিকার সময় ঔ মাদ্রাসার শিক্ষক আমাদের নিকট আত্নীয় মোঃ হামিদ এর সাথে যোগাযোগ করিলে মুজিবুল মাদ্রাসায় পৌঁছাইছে কিনা খবর নেন।নিদিষ্ট সময়ের পর ও আমার ভাই তার মাদ্রাসায় পৌঁছেনি খবর পেয়ে আমরা আমাদের নিকট আত্মীয়দের ঘর-বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিই। কিন্ত অদ্যবাধি আমার ভাইয়ের কোন সন্ধান না পেয়ে
গত ২১ ফেব্রুয়ারি লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৮০২/২১) করি।নিখোঁজ মুজিবুলের শারিরীক বিবরণ শরীরের রং ফর্সা,উচ্চতা অনুমানিক-৪’ ফুট ০৮” ইঞ্চি মুখমন্ডল গোলাকার পোশাক হালকা টিয়া রংয়ের পাঞ্জাবি ও পরনে সাদা পায়জামা রয়েছে।কোনো হৃদয়বান ব্যাক্তি নিখোঁজ মুজিবুল বশর এর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। 01585280416,01888248814
Leave a Reply