সুনামগঞ্জ জেলা ব্যুরো প্রধান এ আর ছায়েম: ড.ফাতেহা বেগম জলি তিনি
” সুনামগঞ্জ জেলার শিক্ষা ও সংস্কৃতির বিকাশে মুসলিম মনীষিগণের ভূমিকা ” শিরোনামে পি.এইচ.ডি. ডিগ্রি অর্জন করায় পেলেন বিশাল সংবর্ধনা৷
১৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার
বিকাল ৪ টায় বিশ্বনাথ উপজেলার লামাকাজীস্থ রাগীব রাবেয়া হাই স্কুল এন্ড কলেজের হল রুমে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টানা চার বারের ১নং লামাকাজী ইউনিয়ন চেয়ারম্যান জনাব কবির হোসেন ধলা মিয়া৷ প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক৷ প্রধান বক্তা বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান ৷ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক৷ উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজ অধ্যক্ষ নেছার আহমদ৷আল আজম উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ এ.কে.এম.আব্দুল আহাদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাও:মো:ফরিদ উদ্দিন আতহার৷ সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাও: ড.সৈয়দ রেজওয়ান আহমেদ৷ সফির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো: রশিদ আহমদ, রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ এ. কে.সিফত আলী, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আতাউর রহমান৷
উত্তর বিশ্বনাথ দীপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার৷ ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাও: মতিউর রহমান৷ পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শামীম মিয়া৷ গভর্নিং বডি রাগীব রাবেয়া হাইস্কুল এন্ড কলেজ সভাপতি মো: ফয়ছল আহমদ৷
চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আবুল কালাম৷ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সরকারি রেজিস্টার মো: কবির উদ্দিন৷ বিশ্বনাথ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ সহ উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন ইস্কুল হাইস্কুল কলেজ প্রধান শিক্ষক সহকারী শিক্ষকবৃন্দ ও স্বনামধন্য ব্যক্তিবর্গ ৷
ড.ফাতেহা বেগমের এমন ডিগ্রী অর্জনের প্রশংসা করেন অতিথিরা তারা বলেন এমন মহিয়সী নারী সমগ্র বাংলাদেশ ও সিলেট বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন ও গর্বের বিষয় কারণ তিনি স্বামী সংসার সন্তানাদী সামাল দিয়ে অনেকে ত্যাগের বিনিময়ে এই ডিগ্রী অর্জন করেছেন।
এছাড়াও ফাতেহা একজন সু-শিক্ষিত নারী হওয়াতে দেশ সমাজ ও মানুষের কল্যানে কাজ করার জন্য ইচ্ছা পোষন করেন। পাশাপাশি সুদূর ঢাকা থেকে সুনামগঞ্জ গিয়ে পি.এইচ.ডি.মত ডিগ্রী অর্জন করায় তাকে সংবর্ধিত করা হয়েছে।
মহিয়সীএই নারীর পিতা মরহুম অধ্যাপক মো: আব্দুর রব ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল স্মৃতি ডিগ্রি কলেজের প্রতিষ্টাকালিন শিক্ষক৷
ড.ফাতেহা বেগম জলির শশুর ছিলেন মরহুম সাজিদুর রহমান সাবেক রেলওয়েল কর্মকর্তা লামা কাজী ইউনিয়ন তথা বিশ্বনাথ থানার বিশিষ্ট মুরুব্বি ও সালিশ ব্যক্তিত্ব
ড.ফাতেহা বেগম জলির স্বামী অধ্যাপক ড. মো:রইছ উদ্দিন
ঢাকাস্হ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক৷
ডক্টর ফাতেহা বেগম দম্পত্তির দুই সন্তান বড় ছেলে ফাতেহ মোহাম্মদ আল রাইদ সে অ লেভেল লেখা পড়ায় আছে আর ছোট মেয়ে রাইছা পড়ছে সিক্স গ্রেটে।
ড.ফাতেহা বেগম জলি তিনি দেশের নারী ও মানুষের জন্য কাজ করার ইচ্ছে পোষণ করে সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বিশাল সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনকারী সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন৷