মুহাম্মদ আজিজুর রহমান খান নেত্রকোনা জেলা বিশেষ প্রতিনিধিঃ-নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
গত ২৪ অক্টোবর সোমবার বিকাল ৩ ঘটিকায় সময় নেত্রকোনা বারহাট্রা উপজেলায় আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, ত্রি বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জেলা নেতৃবৃন্দ।
ত্রি-বার্ষিক কাউন্সিলে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আগামী নেতৃত্বের জন্য সভাপতি খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন কে মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বারহাট্রা উপজেলার মনোনীত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদূর রহমান সাজ্জাদ বলেন “তরুণ নেতৃত্ব আগামী দিনের দলের জন্য মঙ্গল বয়ে আনবে এবং দলকে সুসংগঠিত করবে।