নেত্রকোণা জেলাধীন দুর্গাপুর উপজেলা শহর থেকে আনুমানিক ৩ কিঃ মিঃ দক্ষিনে শিমুলতলী নামক এক বালুর পোর্ট থেকে সেলিনা খাতুন(৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। বুধবার(২০ জুলাই) বিকেল ৫টার দিকে ওই নারীর লাশের সন্ধান মিলেছে।গত ১৮ জুলাই শিবগঞ্জ এলাকার ভাড়াটে বাসা থেকে তিনি বের হন। এরপর থেকেই নিখোঁজ বলে জানান স্বামী হক মিয়া। পারিবারিক সুত্রে জানা গেছে যে সেলিনা সুদের টাকা লেনদেন করতো এবং সুদের টাকা উত্তোলনের জন্যই বাড়ি থেকে বের হয়েছিলেন। নিহত সেলিনার মেয়ে জানান, তাঁর মা সুদে টাকা লেনদেন করতেন আর এজন্য প্রায়ই সে টাকা উত্তোলনের জন্যই বাড়ির বাইরে যেতেন। ঘটনাস্থল ঘুরে জানা গেছে,করিম মিয়া,আতাউর রহমান,বাবুল মিয়া ও সারোয়ার জাহান ভূঁইয়া যৌথভাবে পোর্ট তৈরী করে বালু ক্রয় বিক্রয় করতেন। এজন্য কিছু শ্রমিকও বালুর পোর্টে কাজ করতো।ঈদুল আযহার ছুটিতে শ্রমিকরা চলে যান। বালুর পোর্ট টি ছিল টিনশেট ঘর।গতকাল (১৯জুলাই) মঙলবার বালুর পোর্ট এর টিনশেট ঘরটি ছুটির পরে পরিস্কার করতে গেলে সেলিনার মৃতদেহ দেখে একজন শ্রমিক চিৎকার করে উঠলে আশপাশের লোকজন এসে থানায় পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ সুরতহাল নমুনা রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে এ রিপোর্ট লেখা পর্যন্ত।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান,ঘটনাস্থলে গিয়ে বালুর পোর্ট সংশ্লিষ্টদের বক্তব্য নেয়া হয়েছে। পুলিশের উর্দ্ধতন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিবিআই ও ক্রাইম ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করছে। এটি একটি হত্যা কিনা সেজন্য ঘটনাটি অধিকতর তদন্তাধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।