ঢাকা, মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি, ২০২২: আবুল কালাম আজাদকে পুনরায় আগামী দুই বছরের জন্য বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
তাঁকে সরকারের সংবাদ সংস্থা বাসসে পুনরায় নিয়োগ প্রদানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাঁর জন্য অবিরাম শুভ কামনা করা হয়। বিএমএসএফ আশা করে তাঁর নেতৃত্বে দেশের সকল উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিযুক্ত করে প্রত্যন্ত অঞ্চলের সংবাদ তুলে আনার উদ্যোগ গ্রহন করবেন। ফলে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুত দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে বলে আশা করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস, বিটিভি ও বেতারে উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ প্রদানের দাবি করে আসছে বিএমএসএফ। দাবিটি বাস্তবায়ন হলে সরকারী ওই ৩টি প্রতিষ্ঠানে উপজেলা পর্যায়ে সহস্রাধিক সাংবাদিক নিশ্চিত কর্মস্থল এবং বেতনভাতা প্রাপ্তি হতেন বলে সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর মনে করেন।