বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১০ অপরাহ্ন
ঘোষনা
হবিগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিএনপি।   ডবলমুরিং থানায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার ভোলার তজুমদ্দিনে গনপিটুনিতে দুই যুবকের মৃত্যু নবীনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মোঃ হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ উজ্জ্বল নির্বাচিত। মিরপুরে পুলিশের ডেভিল হান্টে ৩০ রাউন্ড ৯ মিমি গুলি উদ্ধার গোদাগাড়ীতে জমি বিরোধ ও ছাগল বাঁধাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন দৈনিক মুক্তি সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত তালাকের পর যৌতুকসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি

বায়ার ক্রপসায়েন্স লিমিটেড এর অ্যারাই তেজ গোল্ড ধানেই হোক কৃষকের ভাগ্য বদলের হাতিয়ার

মোঃ আশরাফুল ইসলাম রাজু
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২০৬ বার পঠিত

নীলফামারি জেলা ব্যুরো প্রধানঃ

ভালো বীজে ভালো ফলন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অ্যারাইজ তেজগোল্ড ধানের উৎপাদনের বিষয়ে সাধারন কৃষকদের নিয়ে গত ২৪ মে অনুষ্টিত হলো বায়ার ক্রপসায়েন্স কোম্পানির আয়োজনে মাঠ দিবস অনুষ্টান।নীলফামারি সদর উপজেলায় অনুষ্টিত এই মাঠ দিবসে অংশ নেন প্রায় ১শতাধিক কৃষক শ্রেনীর মানুষ।উক্ত মাঠ দিবসের আলোচনা সভায় কৃষকরা তাদের স্বপ্নের কথা তুলে ধরে বলেন ভাগ্যের পালা বদলে অ্যারাই তেজগোল্ড আছে আমাদের পাশে।

অনুষ্ঠানে উপস্থিত জেলা টেরিটরি অফিসার জনাব মোঃনাজমুল হুদা তাঁর বক্তব্যে বলেন,ভালো বীজে ভালো মানের ফলন প্রত্যাশা করা যৌক্তিক কিন্তু ফলন ভালো আশা করে নিম্ন মানের বীজ বুনলে তা কেবল আমাদের স্বপ্নেই থেকে যাবে।তিনি আরও বলেন,আপনারা যারা আজকে আমাদের বায়ার ক্রপসায়েন্স কোম্পানি লিমিটেড এর অ্যারাই তেজগোল্ড ধানটি লাগিয়েছেন তারা অবশ্যই আমাদের এই ধানটির গুনাবলি বুঝতে পেরেছেন।বি এল বি রোগ নীরাময় ক্ষমতার শীর্ষে থাকা এই অ্যারাই তেজগোল্ড জাতের ধানটি সহজে হেলে পড়েনা,একই সাথে ধানের অন্য সকল জাতের থেকে এটি একটি গুনগতমান সম্মত জাতের ধান সহ এই ধানের নানান গুনাবলির কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত প্রান্তিক এক কৃষক বলেন,বাবা হামরা কৃষক মানুষ, হামার গোলজার ভাই(বায়ার কর্মী)হামার জমিত যেয়া হামার ধানবাড়ি দেখি যখন যেটা দিবার নাগে হামাক কয় হামরা বায়ারের বীজ, ঔষধ আনি জমিত দেই ইনশাআল্লাহ ভাইয়ার ঘরে সঠিক পরামর্শে এবার হামরা তেজগোল্ড ধান আবাদ করি ব্যাপোক লাভোবান হইছি ধানও ভালো হইছে, খরচও কম লাগে, বাতাসোত পড়িও যায়না সহ নানান কথা তুলে ধরেন তিনি।এমন গরিব শ্রেনীর কৃষকের মুখে হাসির ঝিলিক বার বার মনে করিয়ে দেয় বায়ার ক্রপসায়েন্স কোম্পানি যেন এই কৃষকদের মাথার উপরে ছাতার ন্যায় প্রতিয়োমান রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত নীলফামারি সদর উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা শ্রী নৃপেন্দ্র নাথ রায় এবং জনাব মোঃরাসেল বাবু সকল কৃষকদের উদ্দেশ্যে বলেন,ভালো মানের বীজে ভালো ফলন, আর এই ভালো মানের বীজ ক্রায় করতে হলে আপনাদের অব্যই নিম্নমানের বীজের থেকে একটু বেশি অর্থ ব্যয় করতে হবে এই ব্যয় টুকু আপনাকে অনেক বেশি লাভোবান করতে সহায়তা করবে বলে জানান তিনি।এসময় উক্ত কৃষি কর্মকতা দ্বয় বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের অন্য সকল গুনাবলির কথাও তুলে ধরেন এসকল কৃষকদের মাঝে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991