
ইমরান খাঁন-সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন তাদের সবার কাছে একজন সৎ নিষ্ঠাবান ও আদর্শিক জনবান্ধব বিএনপির কর্মী হলেন সাবেক ছাত্র দল নেতা কাবেরুল ইসলাম লিটন।
বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে যে সকল ত্যাগী নেতা ছিলো তার মধ্যে একজন মহান নেতা হলেন কাবেরুল ইসলাম লিটন।কাবেরুল ইসলাম লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং ঢাকা ও ঢাকা মহানগর ছাত্র দল এর প্রতিষ্ঠাতা ও সাবেক সহ সভাপতি।যার রক্তে মিশে আছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর আদর্শ।কাবেরুল ইসলাম লিটন এর মূল আদর্শই হলো জনগণের পাশে থেকে তাদের সুখে দুঃখে ছায়ার মত থাকা।
কাবেরুল ইসলাম লিটন বিএনপির কেন্দ্রীয় এত বড় নেতা হওয়ার সত্ত্বেও সর্বদা নিজেকে একজন সাধারণ মানের মানুষ মনে করে সর্ব স্তরের জনতার সাথে সহজে মিশে যায় এবং কখনো মনে অহংকার নিয়ে বা কাউকে হিংসা করে কাজ করে না।তিনি সমাজের অসহায় নিরীহ মানুষের অবিভাবক হিসেবে সাধারণ মানুষের পাশে দীর্ঘ সময় ধরে আছেন এবং নিঃস্বার্থ ভাবে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মানুষের যখন যে সমস্যা হয় তখনি তাদের পাশে ঢাল হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এই মহান নেতা।
কাবেরুল ইসলাম লিটন রাজনৈতিক জীবনে কখনো অসৎ পন্থা অবলম্বন করেনি এবং তার পাশে থাকা কর্মীদের সবসময় সৎ ভাবে থাকার নির্দেশনা দিয়ে গেছে এবং তা বর্তমানেও অবহ্যত রয়েছে।তিনি সর্বদা বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করে গেছেন কখনো অর্থ বা ক্ষমতার অহংকার কাউকে দেখায় নি।বরং তিনি সবসময় বলে গেছেন ক্ষমতা বা নেতৃত্ব ক্ষণস্থায়ী আর জনগণের ভালো বাসা চিরস্থায়ী যা আমাদের মহান করে তুলে।
কাবেরুল ইসলাম লিটন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর হাতে গড়া ৮০ এর দশকের একজন সৎ যোগ্য আদর্শবান সৈনিক যার নির্দেশনায় এক সময় চলতো বাংলাদেশ এর রাজনীতির মোড়।যার আদর্শে বাংলার রাজনীতিতে তৈরী হয়েছে হাজারো ছাত্র নেতা ও বিএনপির দক্ষ কারিগর। আর এ মহান নেতার তত্ত্বাবধানে একসময় বিএনপি থেকে বাংলাদেশ এর প্রতিটি স্তরে বড় বড় পদ পেতো অনেকে এবং সুষ্ঠু রাজনীতি করতো তারা।আর এ সকল মহান নেতাদের সকলের আদর্শ ছিল কাবেরুল ইসলাম লিটন। কাবেরুল ইসলাম লিটন এর বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তে যারা কেন্দ্রীয় পর্যায়ে আছে তাদের সাথে আছে মধুর সম্পর্ক কারণ একসময় কাবেরুল ইসলাম লিটন সহ তারা একসাথে বিএনপির বিপ্লবী যোদ্ধা ও জনগনের সেবক হিসেবে কাজ করতো এবং বর্তমানেও করে যাচ্ছে।
কাবেরুল ইসলাম লিটন বলেন, আমি কখনো ক্ষমতার পিছনে ছুটি না আমি সর্বদা নিঃস্বার্থ ভাবে আমার দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছি আর এ কাজ আমার মৃত্যুর আগ মূহুর্ত অবধি চলমান থাকবে।তিনি বলেন আমি কারো কাছে কিছু চাই না শুধু আমার দেশ বাসী আমার জন্য দোয়া করবেন যাতে আমার কাজের মাধ্যমে বিশ্ব মঞ্চে বাংলাদেশকে উচ্চ আসনে বসাতে পারি।