শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
ঘোষনা
শেখ হাসিনার মামলায় প্রসিকিউশনের সর্বোচ্চ সাজা দাবি: বিচার, রাজনীতি ও রাষ্ট্রের নতুন বাস্তবতা জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ীরা নির্ধারণ করবে গণভোট কেমন হবে: অ্যাটর্নি জেনারেল বগুড়া উন্নয়নে ধানের শীষের বিজয় ছাড়া বিকল্প নেই — সাবেক ছাত্রনেতা আরমান হোসেন ডলার ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২ নীলফামারীর জলঢাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে জনতার ঢল প্রত্যাশা—আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে বিশাল গণসংযোগ চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় স্মার্টটিম প্রতিনিধিদের সাথে আউলিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মম হত্যাকাণ্ড: অটোরিকশাচালকের মৃত্যুতে শোকের ছায়া চাঁনপুরে আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ২১ কেজি গাঁজা উদ্ধার, তিন মাদক কারবারি গ্রেপ্তার ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান আশুগঞ্জ থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার। চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলায় আ.লীগের নাশকতা ঠেকাতে গলাচিপায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি আমতলীতে বাসে অগ্নিসংযোগ: ছাত্রলীগ–যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫ জন গ্রেফতার বাঙলা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল শেখের দৃষ্টান্তমূলক অবদান রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন ভূমিকা, সর্বত্র প্রশংসার জোয়ার ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহত ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিল ছাত্র-জনতা মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার শিবগঞ্জে সাইকেল ও হুইল চেয়ার পেয়ে উচ্ছাসিত মেধাবী ও প্রতিবন্ধীরা

বিএনপির দলীয় মনোনয়ন পেয়েই গণসংযোগে ব্যস্ত সময় পার করছে রংপুরের প্রার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪০১ বার পঠিত

মো:মেরাজুল ইসলাম,রংপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েই পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন রংপুর জেলার ৬ আসনের প্রার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম সকালে বাবনপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। আবু সাঈদ এর কবর জেয়ারত শেষে সাইফুল ইসলাম পীরগঞ্জ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ অসংখ্য দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটি করপোরেশনের ১–৯ নং ওয়ার্ড) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন। মনোনয়ন ঘোষণার পর গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় থেকে ফিরে গঙ্গাচড়া উপজেলাসহ সিটি করপোরেশনের ৯ টি ওয়ার্ডে হাজার নেতাকর্মীসহ ঘুরে গণসংযোগ করেন মোকাররম হোসেন সুজন। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছে মোহাম্মদ আলী সরকার। তিনি ২০০১ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা)লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালে এই আসনে মোঃ ইলিয়াছ আলী বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। দীর্ঘদিন এই আসনটি জাতীয় পার্টি (জাপা) ও আওয়ামীলীগের দখলে থাকলেও এবার নতুন করে আমার আলো দেখছে বিএনপির কর্মী সমর্থকরা। রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। মঙ্গলবার ( ৪ অক্টোবর) দুপুর ১২ টায় রংপুর কেরামতিয়া পীর সাহেব ( রহ:) এর মাজার জিয়ারত, দোয়ার মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি নগরীর নবাবগঞ্জ বাজার ( গুদরী বাজার) সহ এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি বলেন,দীর্ঘদিন রংপুর অবহেলিত ও বঞ্চিত ছিল। এবার সময় এসেছে পরিবর্তনের। আশাকরি রংপুরবাসী উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিবেন। আমার লক্ষ্য অবহেলিত বৈষম্যের শিকার রংপুরে উন্নয়ন করা। রংপুর জনপদকে এগিয়ে নেয়ার। রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলহাজ্ব এমদাদুল হক ভরসার নাম ঘোষণার পরই এলাকায় বইছে আনন্দের জোয়ার। সোমবার (৩ নভেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণার পর কাউনিয়া ও পীরগাছা উপজেলার সর্বত্র শুরু হয়েছে উৎসবের আমেজ।ঘোষণার পরপরই দুই উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করেন। দলীয় কার্যালয় ও স্থানীয় এলাকায় মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। কেউ কেউ ঢাকঢোল বাজিয়ে উল্লাস প্রকাশ করেন। রংপুর -৬ (মিঠাপুকুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীকে। পুরো মিঠাপুকুর উপজেলায় দলীয় নেতাকর্মীদের আনন্দের বন্যা বইছে।দলীয় মনোনয়ন পেয়ে অধ্যাপক গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন,মিঠাপুকুরের মানুষ ঐক্যবদ্ধ আছে।তারা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নাই। তারা পরিবর্তন চাই। আমি বিশ্বাস করি মিঠাপুকুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991