মারুফ আহমেদ নাটোরঃ নাটোরে বিএনপির সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা জীবন দেবে। খাবার কিনতে হিমশিম খাচ্ছে দেশের ৬৮ ভাগ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে, দেশের প্রতি তিনজন মানুষের দুইজনই খাবার কিনতে হিমশিম খাচ্ছেন।
পরিস্থিতি সামাল দিতে অনেকেই সঞ্চয় ভাঙছেন। কেউ কেউ আবার ঋণও করছেন। জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে।
সোমবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশব্যাপী বিএনপির সমাবেশে হামলা ও বাধা প্রদানের প্রতিবাদে নাটোর শহরের আলাইপুরে ওয়াপদা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা এবং সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলমসহ অন্যান্যরা।
রিজভী বলেন, যেভাবে দুর্ভিক্ষের ভয় দেখাছে এই সরকার। তাদের উন্নয়নের সামনে রয়েছে পর্দা। যেটা সরালে দেখা যায় লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি।
আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এত উন্নয়ন করলেন তো মানুষের হাতে টাকা কোথায়? দুর্ভিক্ষ আসবে না, ইতিমধ্যে এসে গেছে।
এদিকে, নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহরের আলাইপুর মুসলিম ইন্সটিটিউটের সামনে, এনএস সরকারি কলেজ মাঠ, পিটিআই মোড়ে, হরিশপুরে আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে আগত বিএনপি কর্মীদের পথরোধ করে মারধর করে।
পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, সমাবেশে যোগ দিতে আসা অর্ধশতাধিক নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন।
বিনা উসকানিতে এ ধরনের হামলার নিন্দা জানাই। আবার হামলা হলে কঠিন জবাব দেয়া হবে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, বিএনপি নিজেরাই নিজেদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিয়েছে। কিন্তু কারো উপর হামলা করেনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে শহরে।