মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
ঘোষনা
রামেক হাসপাতালে রোগীর সেবা নয়, বরং তালাবদ্ধ রুমে অজুহাতের রাজত্ব! ভিসা প্রতারক চক্রের মূল হোতা সহ চার জন গ্রেফতার গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী গোপালপুরে কাব কার্ণিভাল ২০২৫ উদযাপন টেস্ট ক্রিকেট এ ২৫ বছরে পদার্পন উপলক্ষে সাতক্ষীরায় অ-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠান লালপুরে বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ বিএনপি কখনোই মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক দুর্গাপুর শ্রীধরপুরে ৮টি দোকানে দুর্ধর্ষ চুরি ৩৩ নং ওয়ার্ড বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মৃত্যু ১, আহত ২

বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামীলীগ কর্মীদের হামলার অভিযোগ উঠেছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার পঠিত

মারুফ আহমেদ নাটোরঃ নাটোরে বিএনপির সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা জীবন দেবে। খাবার কিনতে হিমশিম খাচ্ছে দেশের ৬৮ ভাগ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে, দেশের প্রতি তিনজন মানুষের দুইজনই খাবার কিনতে হিমশিম খাচ্ছেন।

 

পরিস্থিতি সামাল দিতে অনেকেই সঞ্চয় ভাঙছেন। কেউ কেউ আবার ঋণও করছেন। জনগণের কঠিন আন্দোলনে বর্তমান সরকারের দুঃশাসনের অবসান হবে।

সোমবার সকালে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দেশব্যাপী বিএনপির সমাবেশে হামলা ও বাধা প্রদানের প্রতিবাদে নাটোর শহরের আলাইপুরে ওয়াপদা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা এবং সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলমসহ অন্যান্যরা।

 

রিজভী বলেন, যেভাবে দুর্ভিক্ষের ভয় দেখাছে এই সরকার। তাদের উন্নয়নের সামনে রয়েছে পর্দা। যেটা সরালে দেখা যায় লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি।

 

 

আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এত উন্নয়ন করলেন তো মানুষের হাতে টাকা কোথায়? দুর্ভিক্ষ আসবে না, ইতিমধ্যে এসে গেছে।

এদিকে, নাটোরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি অর্ধশতাধিক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার বেলা ১১টায় শহরের আলাইপুর মুসলিম ইন্সটিটিউটের সামনে, এনএস সরকারি কলেজ মাঠ, পিটিআই মোড়ে, হরিশপুরে আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে আগত বিএনপি কর্মীদের পথরোধ করে মারধর করে।

 

পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন বলেন, সমাবেশে যোগ দিতে আসা অর্ধশতাধিক নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন।

 

বিনা উসকানিতে এ ধরনের হামলার নিন্দা জানাই। আবার হামলা হলে কঠিন জবাব দেয়া হবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, বিএনপি নিজেরাই নিজেদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করছে। বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিয়েছে। কিন্তু কারো উপর হামলা করেনি।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে শহরে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991