বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয়
পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্মোক্ত সাংবাদিক নেতৃবৃন্দকে সংগঠনের স্থায়ী কমিটিতে অন্তুর্ভূক্ত করা হয়। সংগঠনের ১২.২ ধারা মোতাবেক গত ১৫ মার্চ জাতীয় পরিষদের সাধারণ সভায় নিম্মোক্ত ৩৬ জন সাংবাদিক নেতাকে অন্তর্ভুক্তি করা হয়। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে সম্পৃক্ততার প্রমান পাওয়া গেলে স্থায়ী পরিষদের সদস্যপদ স্থগিত কিংবা বাতিল করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন। সংগঠনে অতীত কর্মকান্ডের অংশগ্রহনের ভিত্তিতে তালিকাটি প্রণয়ন করা হলো; তবে জেষ্ঠ্যতার ভিত্তিতে নহে।
বিএমএসএফ আশা করছে; উল্লেখিত নেতৃবৃন্দ
বিএমএসএফ ও সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে
অগ্রণী ভুমিকা পালন করবেন। স্থায়ী কমিটিতে আব্দুল মুগণী নীরো (রাজশাহী) সাবেক সভাপতি, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি, আলপনা বেগম (নেত্রকোনা), সাবেক সদস্য সচিব, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, হাকিকুল ইসলাম খোকন (কিশোরগঞ্জ)
সভাপতি, আমেরিকা শাখা ও সাবেক সহ-সভাপতি
বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, আবুল হোসেন তালুকদার (পটুয়াখালী), সাবেক সহ-সভাপতি, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি ও সাবেক সভাপতি পটুয়াখালী জেলা,ওয়াদুদ মিয়া,
সাবেক সভাপতি, বিএমএসএফ, শরিয়তপুর জেলা
শাখা, কাজী মিরাজ মাহমুদ(বরিশাল),সাবেক
সহ-সভাপতি, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি বরিশাল, ড. একেএম রিপন আনসারী(গাজীপুর), সাবেক
সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি,মো: আব্দুল মান্নান
(মৌলভীবাজার), সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, মো: ফখরুল ইসলাম(সিলেট), সাবেক
যুগ্ম-সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি সিদ্দিক আল মামুন (ফেনী), সাবেক যুগ্ম-সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি,মোঃ জাহাঙ্গীর হোসেন(নারায়নগঞ্জ), সাবেক সহ-সভাপতি, বিএমএসএফ,কেন্দ্রীয় কমিটি,,আবুল কালাম আজাদ (ঢাকা), সাবেক সাংগঠনিক
সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, টিএম তুহিন (গৌরনদী), সাবেক কেন্দ্রীয় নেতা, বিএমএসএফ,
কেন্দ্রীয় কমিটি,আজমীর হোসেন তালুকদার
(ঝালকাঠি), সাবেক সভাপতি, বিএমএসএফ, ঝালকাঠি জেলা, এমএম আকরাম হোসেন(চট্টগ্রাম),
সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি,মনির হোসেন কামাল(বরগুনা), সাবেক
সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি ও সাবেক সভাপতি,
বরগুনা জেলা শাখা, শাহাদাত হোসেন তালুকদার মনু (নলছিটি), সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটি, এমদাদ হক (রাজশাহী), সাবেক সাধারণ সম্পাদক,
বিএমএসএফ, রাজশাহী জেলা, নাজমা সুলতানা নীলা(ঢাকা), সাবেক সহ-সভাপতি, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, ফজলুল হক ভূঁইয়া(ময়মনসিংহ), সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, সায়মন কামালী (সিলেট), সাবেক
যুগ্ম-সাধারণ সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয়
কমিটি মঞ্জুর হোসেন ঈশা (ঢাকা), সাবেক সহ-সভাপতি, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি,হেদায়েত উল্লাহ মানিক (ঢাকা), সাবেক সহ-সভাপতি, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি,এসএম রেজাউল করিম(ঝালকাঠি), প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, আহমেদ জালাল(বরিশাল), সাবেক যুগ্ম-আহবায়ক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি,আল আমিন টিটু (ভৈরব), সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি জুন্নু রায়হান (ভোলা), সাবেক কেন্দ্রীয় নেতা, বিএমএসএফ , আবু তাহের (গাইবান্ধা), সাবেক প্রশিক্ষক সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি,শাহজাহান মন্ডল, সাবেক সভাপতি, বিএমএসএফ, গাজীপুর জেলা শাখা, শফিউল বারী রাসেল (জয়পুরহাট), বিএমএসএফ,
সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, ইসমাইল মাহমুদ (শ্রীমঙ্গল), সাবেক সহ-সভাপতি,
বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, তরুন রাসেল (শরীয়তপুর), সাবেক যুগ্ম-সাধারণ
সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, হুসাইন আহমেদ কবীর (মুকসুদপুর), সাবেক
সাংগঠনিক সম্পাদক, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি, আকরাম হোসাইন (বিরামপুর), সাবেক সহ-সভাপতি, বিএমএসএফ,কেন্দ্রীয় কমিটি, কামাল উদ্দিন টগর,
সাবেক সভাপতি, বিএমএসএফ, নওগাঁ জেলা শাখা।
এদেরকে স্থানীয় শাখা, বিভাগীয় পর্যায়ের শাখা সমূহ ও সদস্যদের সাথে যোগাযোগ ও সমন্বয় এবং সাংগঠনিক কাজে সহযোগীতা করার জন্য স্থায়ী কমিটি‘র নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়। উক্ত কমিটি আগামী জাতীয় কাউন্সিলের পূর্ব পর্যন্ত
কার্যকর থাকবে বলে এক পত্রে বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানিয়েছেন।
এদিকে সংগঠনের সাংগঠনিক কর্মকান্ডে আন্তরিক সহযোগিতা কামনা কররছেন নব-নির্বাচিত সভাপতি সোহেল আহম্মেদ। তিনি স্থায়ী কমিটির নেতৃবৃন্দের পুরানো অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনকে শত্তিশালী করে গড়ে তোলার আহবান জানান।