নিটওয়্যার কারখানায় মধ্য-স্তরের ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য বিকেএমইএ এবং একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এবং একাডেমি অব গার্মেন্টস টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ঝুয়াং লাইফং চুক্তিতে সই করেন। এটি 11 অক্টোবর 2022 তারিখে বিকেএমইএ ঢাকা অফিসে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিকেএমইএর সহ-সভাপতি ফজলি শামীম এহসানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বিকেএমইএ সদস্য কারখানার মধ্যম পর্যায়ের কর্মচারীদের দক্ষতা বাড়াতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও অন্যান্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। চুক্তি অনুযায়ী প্রশিক্ষণের জন্য জরিপ পরিচালনা, প্রতিবেদন তৈরি, সংগ্রহ ও বিশ্লেষণ, বিষয়বস্তু নির্ধারণ, পারস্পরিক তথ্য বিনিময়সহ সামগ্রিক কর্মসূচি ব্যবস্থাপনায় বিকেএমইএ এবং একাডেমি অব গার্মেন্ট টেকনোলজি যৌথভাবে কাজ করবে।