লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃ লক্ষ্মীপুর জেলা চন্দ্রগন্জ থানাধীন ১৩ নং দিঘলী ইউনিয়ন কর্তিক আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভা করা হয়।মত বিনিময় সভার সভাপতিত্ব করেন শেখ মজিবুর রহমান চেয়ারম্যান,১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রগন্জ থানার অফিসার ইনর্চাজ এ কে ফজলুল হক।(৭) নং বিট পুলিশিং এর দায়িত্বরত অফিসার ইনর্চাজ এস আই সাইফুল ইসলাম,সহকারী বিট অফিসার এস আই সাইফুল আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাজাহান কামাল।চন্দ্রগন্জ থানা আওয়ামীলীগের সদস্য এড্ সামছুল হক সামসু ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ ওয়াধুদ লিটন,সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বাবুল। নবিবুর রহমান মুকুল।ইসমাইল হোসেন সাবেক চেয়ারম্যান,মনোয়ার হোসেন মন্জু আহ্বায়ক ১৩ নংদিঘলী ইউনিয়ন,যুবলীগ।যুগ্ন আহ্বায়ক,রাশেদুল হাসান বাবু,সোহেল রানা,হুমায়ুন কবীর।থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি এম আলাউদ্দীন।ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামসু উদ্দিন।সাধারণ সম্পাদক আজগর হেসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনার পুলিশ আপনার দুয়ারে যাবে,এটাই হবে পুলিশের ধর্ম, আপনারা পুলিশিং সেবা নিতে সরাসরি আসবেন কোন দালালের দরকার হবেন না,আমরা আপনাদের সেবায় নিয়োজিত,আপনাদের সেবার জন্য প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং অফিস করা হয়েছে,সেখানে একজন এস আই ও একজন এ এস আই কে দায়িত্ব দেওয়া হয়েছে,তার পরও থানার দরজা জনগনের জন্য খোলা সব সময় জনগনকে এ প্রতিশ্রুতি দেন।
Leave a Reply