রতন, গাজীপুর জেলা ব্যুরো প্রধানঃ
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ প্রতিপাদ্যকে বাস্তাবায়নে প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে পেরেছে সরকার। প্রতিটি মানুষের ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া সরকারের একটি বড় সাফল্য হলেও লোডসেডিং যেন পিছু ছাড়ছেনা গাজীপুর বাসীসহ গ্রাম অঞ্চলের মানুষদের ।যদিও এক দশকে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির অঙ্ক বলছে কোথাও এক মিনিটও লোডশেডিং হওয়া উচিত নয়। শহুরে জীবনে লোডশেডিং এখন প্রায় অপরিচিত হলেও গ্রামে যেন লোড সেডিং নিত্যদিনের ঘটনা।
সূর্যের প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন । সেই সাথে চলমান রোজায় সারাদিন রোজা রেখে ইফতারি এবং সেহরীর সময় লোড সেডিং জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করে তুলছে।
গত কয়েকদিনের লোডসেডিং সময় পর্যবেক্ষন করে দেখা যায়। তারাবিসহ প্রতিটি নামাজের সময় লোড সেডিং শুরু হয়।তাছাড়া ইফতারি এবং সেহরীর সময় লোড সেডিং বেশি সংগঠিত হয়। এমন পরিস্থিতে সস্থিতে নামাজ আদায় করতে পারছেননা ধর্মপ্রাণ মুসলমানরা।
এবিষয়ে কথা হয় গাজীপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবুল কাশেম খানের সাথে তিনি বলেন গত একদশকেও বাংলাদেশের বিদ্যুতের যে ঘাটতি ছিল তা আওয়ামীলীগ দূর করতে পেরেছে।মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেন্ত্রী শেখ হাসিনার মহতি উদ্যোগের ফলস্রূতিতে সাধারন মানুষের দূরঘোরায় বিদ্যুৎ পৌছে দিতে সক্ষম হয়েছে। কিন্তু অনাকাক্ষিত লোড সেডিং হওয়ার কথা নয়। যেহেতু লোড সেডিং অতিমাত্রায় হচ্ছে আমি গাজীপুর ৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজের সাথে কথা বলে বিষয়টা নজরে নেওয়ার জন্য।
৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলমগীর হোসেন আলম মাস্টার বলেন এটা বিদ্যুৎ অফিসের কিছু অসাধূ কর্মচারীর ইচ্ছাকৃত কাজ বলে মনে হচ্ছে। এতে করে জনমনে সরকারে প্রতি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এভাবে লোড সেডিং দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে ।
এ বিষয়ে আর. এ. কে সাবস্টেশনের অবিযোগ কেন্দ্রে কথা বলে যানা যায় মেইন লাইনে বিদ্যুৎ না থাকার কারণে লোড সেডিং হয়। অতিসত্তর এ সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
লোডসেডিং থেকে পরিত্রাণ চায় সাধারণ জনগন। অন্তত ইফতারী, সেহরী, তারাবির নামাজ ও সকল নামাজসহ ধর্মীয়কাজের সময় লোডসেডিং না দেওয়ার অনুরোধ সাধারন জনগনের।