মোঃ আমিনুল ইসলাম সিনিয়র রিপোর্টারঃ
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।
এইচএসসি পরীক্ষায় পল্লবী থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. শফিকুল ইসলাম খান কেরানীগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে, হাতিরঝিল থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার আসামি মো. আবু সাঈদ ও বনানী থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি মো. সামসুল আলম সরকারি মাদ্রাসা ই-আলিয়া ঢাকা কেন্দ্রে পরীক্ষার অংশগ্রহণ করে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আদালতের নির্দেশ মোতাবেক এবং শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে কারাগারে আটক থাকা ৩ বন্দি এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে সামসুল আলম ও আবু সাঈদ যাত্রাবাড়ী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এবং শফিকুল ইসলাম মিরপুর দুয়ারীপাড়া সরকারি কলেজের ছাত্র।