আনহার বিন সাইদ, বিশ্বনাথ থেকেঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিস নেতৃবৃন্দের সাথে, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত, ঈদ পূণর্মিলনী আয়োজনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।
আজ বুধবার (৪এপ্রিল) খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান’র পরিচালনায়, দুপুর ২ঘটিকায় মুনতাসীর আলী-খেলাফত মজলিস উপজেলার ৮টি ইউনিয়ন হতে আগত নেতাকর্মীদের সাথে, তাদের ব্যক্তিগত ও সাংগঠনিক খোঁজ খবর নেন, পাশাপাশি একটি আদর্শিক সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খেলাফত মজলিসের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন
খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি, মুফতি শিহাব উদ্দীন, প্রিন্সিপাল গৌছ উদ্দীন, রামসুন্দর স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল বারী, খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সভাপতি অধ্যক্ষ সায়েফ আহমদ শায়েক, সহ-সভাপতি মাওলানা ওবায়দুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দীন, সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমদ, সহ-সম্পাদক মোশতাক আহমদ, প্রচার সম্পাদক আনহার বিন সাইদ, অর্থ সম্পাদক ও দেওকলস ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ রাসেল আহমদ শিকদার, পৌর শাখার অর্থ সম্পাদক আতিকুর রহমান,লামাকাজী ইউনিয়ন শাখার সভাপতি মাও লোৎফুর রহমান, অলংকারী ইউনিয়ন শাখার সভাপতি নেতা মাওঃ মজদুউদ্দীন মাজেদ, রমজান আলী, ঝুমন মিয়া, ছাত্র মজলিসের সাবেক সহযোগী সদস্য গৌছ উদ্দিন জোবায়ের প্রমূখ।