স্টাফ রিপোর্টারঃলাক্ষো মুসুল্লিদের উপস্থিতিতে পালিত হচ্ছে (বিশ্ব জাকের মঞ্জিল) আটরশির ওরস শরীফ-২০২২।
গত ২৬ শে ফেব্রুয়ারি হইতে শুরু হয়ে,৪ দিন ব্যাপি পালিত হচ্ছে আটরশি বিশ্ব ওরশ শরীফ-২০২২।শুরুর দিন থেকেই দেশের আনাচে-কানাচে থেকে লাক্ষো দর্শনার্থী,ভক্ত ও মুরিদান আসতেছে ফরিদপুরের আটরশি দরবার শরীফে।
সুধু বাংলাদেশ ই না ,বিভিন্ন দেশ থেকেও দর্শনার্থী-মুরিদান আসতেছে এই দরবারে।জানা যায় আটরশি দরবারের প্রতি সাধারণ মানুষের কৌতুহল কাজ করে।অনেকে কৌতুহল বসত এখানে আসেন,তাছাড়াও এখানে অনেক মুরিদান আছেন যারা প্রতি বছর ওরশ শরীফে আসেন।এখানকার মুরিদান রা ওরশ শরীফে নিজেদের মান্নতকৃত হরিণ, গরু,ছাগল,মহিস,দুম্বা,ঘোড়া ইত্যাদি দান করে থাকেন।মুরিদান রা জানান মনের আশা যাতে পুরন হয় সেজন্য এখানে মান্নত করেন। আশ্চর্যের বিষয় লাক্ষো মানুষের উপস্থিতিথি থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর তেমন প্রয়োজন পড়ে না এখানে,কেননা এখানকার মুরিদান রা আইনশৃঙ্খলা মেনে চলেন সব সময়।
৪ দিন ব্যাপি এই ওরশ শরীফ,মার্চের ১ তারিখ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।