নিজস্ব প্রতিবেদকঃ-বগুড়া সদরে ‘পরকীয়া প্রেমিকের’ বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ১ সন্তানের এক জননী।
গত বুধবার (১৯ অক্টোবর) রাত থেকে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যেপাড়া গ্রামে
মৃত আকবর মাষ্টারের ছেলে আছাদুর রহমান (৩০) এর বাড়িতে ওই নারী অনশন শুরু করেন।
স্থানীয়রা জানান, শেখেরকোলা ইউনিয়নের নুরুইল মধ্যেপাড়া গ্রামে মৃত মকবুল হোসেনের ছেলে সোহাগ এর তালাক প্রাপ্ত স্ত্রী বগুড়া সদর উপজেলা লাহিড়ী পাড়া ইউনিয়নের পিরগাছা বথুয়াবাড়ী নতুন হাট গ্রামের রশিদুল ইসলামের মেয়ে মোছাঃ স্বপ্না আক্তার (২৮) ১ সন্তানের জননীর সঙ্গে আছাদুর রহমানের বিগত কয়েক বছর ধরে ‘প্রেম’ চলে আসছিল।
বুধবার (১৯ অক্টোবর) রাত থেকে আছাদুর রহমানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
অনশনরত স্বপ্না আক্তার বলেন, আছাদুর রহমান আমাকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে একাধিক বার শারীরিক সম্পর্ক করেছে, এখন আমার কোনও উপায় নেই। তাই আছাদুর রহমান বাড়িতে এসে উঠেছি বিয়ের দাবিতে।
সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনও উপায় থাকবে না।
এ বিষয়ে আছাদুর রহমান সাংবাদিকদের জানান স্বপ্না আক্তারের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক,শারীরিক সম্পর্ক হয়েছে তাই আমি বিয়ে করতে চাই।
পরিবারের সাথে কথা চলছে অতি দ্রুত এর সমাধান করা হবে।