নাদির পারভেজ ,শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুরে বিয়ের দাবীতে প্রেমিকের বাগিতে প্রেমিকা অনশন করছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়েনের বাঁশবাড়ী গ্রামে। অনশনরত শিমু আক্তার
বাঁশবাড়ী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও বাঁশবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে। অপরদিকে অভিযুক্ত প্রেমিক শিহাব একই
গ্রামের মো: শহিদুল্লাহর ছেলে এবং পাশ্ববর্তী ভালুকা উপজেলার কাচিনা মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।বিষয়টি নিশ্চত করে গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: ইদ্রিস
আলী জানান, অভিযুক্ত শিহাবের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ওই ছাত্রী বিয়ের দাবীতে শিহাবের বাড়ীতে
অবস্থান করছিল।
এ বিষয়ে দুপক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়ভাবে দু’পক্ষকে সমাধানের পরামর্শ দেন।
বৃহস্পতিবার (২০অক্টোবর) সকাল থেকে ওই ছাত্রী বিয়ের দাবীতে ফের প্রেমিকের বাড়ীতে
অবস্থান করছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিহাবের সাথে শিমু আক্তারের প্রেমের সম্পর্ক আছে।
বিয়ের দাবীতে ওই ছাত্রী গত ৩ দিন ধরে দফায় দফায় প্রেমিকের বাড়ীতে অবস্থান করছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিহাবের বাবা মো: শহিদুল্লাহ জানান, আমার ছেলের সাথে ওই মেয়ে প্রেমের সম্পর্ক আছে বলে দাবী করছে। মঙ্গলবার ওই মেয়ে আমাদের
বাড়ীতে এসেছিল। তারপর থেকে আমার ছেলে শিহাব তার মোবাইল ফোন বন্ধ করে কোথায় আছে আমার জানা নাই।
ওই ছাত্রীর স্বজনরা আমার ছেলেকে বিয়ে করানোর জন্য চাপ দিচ্ছে। আমার ছেলের বিয়ের বয়স না হওয়ায় আমি তাতে রাজী হইনি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে ফের ওই ছাত্রী আমার বাড়ীর পাশে অবস্থান করছে।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী জানান, শিহাবের সাথে ৬ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে মেলামেশা করেছে। আমি বিয়ের কথা বললে, শিহাব তাকে তাদের বাড়ীতে উঠে পড়তে বলে। শিহাবের
কথামত আমি তাদের বাড়ীতে অবস্থান করছি। এখন সে পলাতক।
মাওনা চকপাড়া ফাড়ির ইনচার্জ এস.আই মিন্টু মোল্লা জানান, এ বিষয়ে দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৮ অক্টোবর) স্থানীয়
মেম্বারের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়। ছেলে ও মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাদের বিয়ে দেয়া সম্ভব হয়নি। মেয়েটি ফের
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে ছেলের বাড়ীতে অবস্থান করছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।