দেশ স্বাধীন করতে জীবনের মায়া ছেড়ে যে যুদ্ধ করেছে।সেই বীর মুক্তি যোদ্ধা সুলতানকে বৃদ্ধ বয়সে সন্ত্রাসীরা নাক ভেংঙ্গে রক্তাক্ত জখম করেছে। এ লজ্জা ঢাকার নয়।
বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে তার পাশে দাড়িয়েছে মুক্তি যোদ্ধার সন্তান কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
আজ দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আহত মুক্তিযোদ্ধাকে দেখতে যান ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, মুক্তি যোদ্ধার সন্তান কমান্ডের নেতা সাংবাদিক আসিফ মানিক ও সন্তান কমান্ডের সাবেক মহাসচিব শামীম সদর থানা কমান্ডের সাবেক সভাপতি মোঃ শাহ্আলম,ছনি,বশির ও সন্তানরা।
এ ব্যাপারে ঝালকাঠি থানায় মামলা দায়ের হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানিয়েছেন আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে।