কক্সবাজার রিপোর্টার ঃ দেশ স্বাধীনের সময় কক্সবাজার থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে অগ্রনী ভূমিকা রাখা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর স্বরণে কক্সবাজার জেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক চকোরীর নির্বাহী সম্পাদক ফরিদুল আলম শাহিন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক জাহেদ হোসেন৷
সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ৷
প্রধান বক্তার বক্তব্যে এইচ এম এরশাদ বলেন, জেলা প্রেসক্লাব গঠন হয়েছে মুক্তিযোদ্ধাদের স্বরণ করার জন্য। এই প্রেসক্লাব মূলত তিনটি নীতির উপর অটল বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা৷
তিনি আরো জানান, একজন বীর মুক্তিযোদ্ধার স্বরণে কক্সবাজার জেলা প্রেসক্লাব দোয়া মাহফিল করতে পেরে অত্র ক্লাব সফল এবং সার্থক হয়েছে বলে মন্তব্য করেন৷
এসময় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর সন্তান আবু ওবায়েদ্ধীন নাছের বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবে আমার বাবার স্বরণে যে দোয়া মাহফিল করেছে আমরা মুক্তিযোদ্ধা পরিবার এ প্রেসক্লাবের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব৷ সাথে আমি একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে আমার বড় ভাই উসমান সরওয়ার আলম মুক্তিযুদ্ধের পক্ষে গঠন হওয়া কক্সবাজার জেলা প্রেসক্লাবের একজন আজীবন সদস্য হতে পেরে আমাদের পরিবার নিজেদের ধন্য বলে মনে করি৷
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এম জসিম উদ্দীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম, কামরুল হাসান মামুন৷
উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউর রহমান মুকুল, দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম সাগর, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম,
দৈনিক তৃতীয় মাত্রার কক্সবাজার প্রতিনিধি আমিন উল্লাহ, দৈনিক মাতৃজগতের পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত, নিউজ ভিশনের শহর প্রতিনিধি সাইফুল ইসলাম সাকিব প্রমূখ বক্তব্য রাখেন।
মাহফিল শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ হাসান৷