‘বৃক্ষপ্রাণে প্রকৃতি- পরিবেশ ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪-০৮ -২০২২ ইং রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে নগরীর সিরিষতলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব মোঃ আশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণপদ রায় ,বিপিএম (বার) ,পিপিএম (বার)।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলা কর্মসূচি আগামী ১৮ই আগস্ট ২০২২ইং পর্যন্ত চলমান থাকবে।
সরকারি ,আধা সরকারি স্বায়ত্তশাসিত ,এবং বেসরকারি ৫০ টি নার্সারি এই মেলায় দেশি-বিদেশি ফলজ, বনজ সকল ধরনের সময় গাছের সমারোহ নিয়ে বৃক্ষমেলায় অংশ গ্রহণ করছেন।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ,জেলা প্রশাসন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশ, বনবিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।