মোঃ লিয়াকত আলী স্টাফ রিপোর্টার: বেক্সিমকো ইউটিলিটি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত ১৬ -০৯-২০২৩ ইং তারিখে ইলেকট্রিক্যাল, বয়লার, পাম্প হাউজ, অপারেটর, মেইনটেনেন্স ও ওয়ার্কসপ ছয়টি টিম গঠন করে খেলা শুরু হয়। খেলায় বয়লার ও পাম্প হাউজ ফাইনালে ওঠে। আজ ১১-১১-২০২৩ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বয়লার ১-০ গোলে উইনার হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌধুরী মোস্তাক আহমেদ, সিনিয়র জিএম, ইউটিলিটি বেক্সিমকো।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুজ্জামান টিপু,জিএম ইউটিলিটি বেক্সিমকো,মোঃ মতিউর রহমান ডিজিএম,এডমিন বেক্সিমকো, মোঃ সহিদুল ইসলাম ডিজিএম বেক্সিমকো,মোঃ সাহেদুল ইসলাম ডিজিএম বেক্সিমকো ।
উক্ত খেলাটি পরিচালনা করেছেন মোঃ ওয়ারেছুল ইসলাম সিনিয়র ম্যানেজার ,এস এম মামুন ডেপুটি ম্যানেজার বেক্সিমকো ইউটিলিটি। খেলার অনুষ্ঠান শেষে মোঃ সাইদুজ্জামান টিপু সাহেব সামনের বার আরো বড় আকারে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।