বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

বেনাপোল দিয়ে ইলিশের  প্রথম চালান গেল ভারতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

অন্যান্য বছরের মতো সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে এবারও ভারতে রপ্তানি হচ্ছে ইলিশ। এরই ধারাবাহিকাতায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

এদিন রপ্তানি হয়েছে তিনটি প্রতিষ্ঠানের ১৮ মেট্রিক টন ইলিশ। বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে এদিন দুপুরের পর ৬টি ট্রাকে রপ্তানিকৃত মাছের চালানগুলি ভারতে পাঠানো হয়। ভারতে পাঠানো ইলিশের চালানের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- স্বর্ণালী এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ আর ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান হলো কলকাতার আর জে এন্টারপ্রাইজ ও আর এস এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহাবুবুর রহমান জানান, এদিন রপ্তানি করা ইলিশের গুণগত মান পরীক্ষা করে ১৮ মেট্রিক টন ইলিশের ছাড়পত্র প্রদান করা হয়। তিনি আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে।

বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর বুধবার দুইটি প্রতিষ্ঠান দু’টি ট্রাকে তাদের ৮ টন ইলিশের চালান বেনাপোলে নিয়ে আসে। কিন্তু মৎস্য অধিদপ্তরের ছাড়পত্র না থাকাই এদিন মাছের চালানটি পাঠানো সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার সকালে কাগজপত্র এসে পৌঁছালে দ্রুততার সঙ্গে বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

জানা যায়, এবার ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে দেশের ৪৯টি প্রতিষ্ঠান। অনুমোদন পাওয়া ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। আগামী ১২ অক্টোবরের আগেই অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে।

উল্লেখ্য, দেশের মানুষের যোগান নিশ্চিত ছাড়া ভারতে ইলিশ রপ্তানি করা হবে না বলে ঘোষণা দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এক চিঠিতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে অনুরোধ জানালে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয় ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা।

এর আগে ২০১২ সালে ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। পরে গত পাঁচ বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। তবে গত বছর ৩ হাজার ৯০০ মেট্রিন টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলেও রপ্তানি হয়েছিল মাত্র ৬৬৩ মেট্রিক টন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991