সিনিয়র রিপোর্টারঃ
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের প্রেমের বাজার হতে সনমান্দী গ্রামের আমিন মার্কেটের যোগাযোগ রাস্তাটির দীর্ঘদিন যাবত সংস্করণ ছারা রয়ে গেছে
এলাকাবাসীর ভাষ্যমতে বিগত পাঁচ কি ছয় বছর পূর্বে বর্ষার স্রোতের পানিতে রাস্তার কিছু অংশ ঢলে পড়ে
এর ফলে আশেপাশের দশ গ্রামের সাধারণ মানুষের চলাচলে সমস্যা তৈরি হয়
অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে কয়েক কিলোমিটার কোলে করে নেওয়ার পর গাড়ীর দেখা মিলে
অথচ পূর্বে এই রাস্তায় নিয়মিত গাড়ী চলাচল ছিলো ।
ইতিমধ্যে কয়েকবার গ্রামের মানুষের নিজ অর্থায়নে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে রাস্তা পারাপার চালিয়ে যাচ্ছে
তাই অত্র এলাকার বাসিন্দাদের দাবি
এই রাস্তাটি যেনো অতি দ্রুত সংস্করণ করা হয় ।