ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:রাজধানী মিরপুরের পল্লবী দ্বিতীয় পর্ব এলাকায় বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার ইমন রেজা হাদীর তত্ত্বাবধায়নে ও এলাকার সকল ছাত্র-ছাত্রী অভিভাবক ও সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে যে সকল মানুষ শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা ও সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দোয়া করা হয়।
অভিভাবকের বক্তব্যে ইমন রেজা হাদী আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-তোমাদের জন্যই দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এখন দেশের সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। প্রশাসন এখনো কর্মস্থলে না ফেরার কারণে দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি হচ্ছে। আমাদের পল্লবী এলাকায় ব্যাপক চুরি-ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। তোমরা সাধারন শিক্ষার্থী যারা আছো তারা নিজেরা একটি কমিটি গঠন করে সকল নৈরাজ্যের প্রতিবাদ করবা।
এ সময় তিনি আরো বলেন পুলিশ আমাদের সকলের বন্ধু। তাদের প্রতি আমাদের কোন অভিযোগ রাখা যাবে না। আমরা দ্রুতই আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ করবো আমাদের নিরাপত্তার জন্য আপনারা কর্মস্থলে ফিরেন।